যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকে গ্রেফতারের পর তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাকে রাজকীয় পোশাকে দেখা যাচ্ছে। যা দেখে নেটিজেনরা মন্তব্য করছেন, ''আরমান নয় এ যেন সুলতান সুলেমান''। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ছবিতে আরও নানা ধরনের মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলছেন, অবৈধ উপায়ে পাওয়া অর্থ দিয়ে অনেক কিছুই করতে ইচ্ছা করে। আবার, নেশার বুদ হয়ে অনেকের রাজা-বাদশা হওয়ার শখ জাগে- আরমান এর ব্যতিক্রম নন।
প্রসঙ্গত, রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র্যাব। এরপর সেখান থেকে তাদের ঢাকায় নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাঁদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। রাতেই আরমানকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব