আজ রক্তিম রনরনি বাজবে না,
হয়তো হবে না সোনা বর্ণের দুর্বায় গা এলানো!
কানের পাশ ছুঁয়ে ক্ষয়ে যাবে বন্দিনীর বুকের আওয়াজ সব।
আজ উত্তরের আকাশ ঘুমাবে না,
হয়তো জাগবে না লহরী কন্যা কিজানি তা কেন!
প্রভাতের সাথে আড়ি জমবে বেশ চাঁদ চুরি যাওয়ার ভাব।
আজ প্রিয় ঋতুর রং মিলবে না ,
হয়তো হবে না লালিত্যহীন শহরের পথে দুপা মাড়ানো !
ভজঘট ঘটবে শব্দে ছন্দে অর্থে বিলীন যাবে আত্ম কলরব..........!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এনায়েত করিম