করোনা যে একটি সংকটের নাম, সারা বিশ্বের পরিস্থিতি দেখেও বাংলাদেশের রাজনীতিকরা বুঝতে পারছেন না। সম্ভবত মিডিয়াও না। কে জানে, তারা হয়তো অপেক্ষায় আছেন, কখন শেখ হাসিনা এটিকে সংকট হিসেবে ’অনুমোদন’ দেবেন। তারপর সবাই এক যোগে করোনাকে সংকট সংকট বলে চিৎকার শুরু করবেন।
শুনেছি, ইতালিও অনেকটা সময় পর্যন্ত আজকের বাংলাদেশের মতোই করোনাকে কেবল উপেক্ষা করেছে। ইতালির বর্তমান অবস্থা তো আমরা সবাই জানি।
বাংলাদেশের পরিস্থিতি যেন কিছুতেই ইতালির মতো না হয়!
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম