ডান হাতে কাউকে কিছু দান করলে বাম হাত জানবে না। সেটাই প্রকৃত দান।
এটা ভারতের হায়দ্রাবাদের একটি মসজিদের চিত্র । বাড়ি বাড়ি না গিয়ে বা মঞ্চ বানিয়ে ফটোসেশন না করে এভাবে সারিবদ্ধ করে সহায়তা সামগ্রী রেখে ঘোষণা দেয়া হয়েছে, যার যার প্রয়োজন একজন একজন করে আসেন এবং নিয়ে সাথে সাথে বাড়ি চলে যান ।
আর আমাদের দেশে কয়টা লিফলেট বিতরণ করে মহা আয়োজনে । ১০-১২ টা মাস্ক বিতরণ করে বিশাল দল আর ফেসবুকে ছবি আপলোড করে ডজন ডজন !
ফেসবুকে নিজেদের ছবি পোস্ট দেওয়ার জন্য মাত্রাতিরিক্ত উৎকট সাজসজ্জা। সাধারণ মানুষের সাথে নিজেদের কতোটা বেমানান মনে হয় তাতে কিছু যায় আসে না।
ভারতীয় পোশাক নকল করতে পারলে এইটাও করে ফেলেন........
কারণ মসজিদ ধনী-গরীব সবার জন্য সমান। দানটা কে করছেন কেউ জানে না। ফোন করলেই খাবার পৌঁছে যায়। কোন ফটোসুট নেই। ফটো সুটের জন্য হুড়োহুড়ি, পারাপারি, ছ্যাবলামি, বেহায়া পনাও নেই।
যাদেরকে আপনারা খাবার দিচ্ছেন তারা পরিস্থিতির শিকার, আমাদের সমাজের সুবিধাবঞ্চিত, লাঞ্চিত, ব্যক্তি ওরা ভিখারি নয় । দয়া করে ছবি তুলে তাদের লজ্জিত করবেন না প্লিজ।
পুনঃ ফটোসেশন ছাড়া যদি দিতে মন না চায়, দান করতে মন না চায়, তবে ফটোসেশনই সই। তবুও দান করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। ভালোবাসা এবং শুভকামনা নিরন্তর।
লেখক: সম্পাদক, পূর্বপশ্চিমবিডি.কম
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এ মজুমদার