ঢালিউডের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। নিজের ক্যারিয়ারে সব সিনেমাতেই সাদেক বাচ্চুর সাথে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী বুবলীর। প্রিয় শিল্পীর স্মৃতিচারণ করে ফেসবুকে বুবলী লিখেছেন:
আংকেল, আমার প্রত্যেকটি সিনেমাতেই সৌভাগ্য হয়েছিলো আপনার সাথে অভিনয় করবার। কী স্নেহ করতেন, শুটিংয়ের ফাঁকেই একটু সুযোগ হলেই কত কত অভিজ্ঞতা শেয়ার করতেন, নানান সিনেমার গল্প বলতেন আর তার মাঝখানেই আবার বলতেন, “মামনি, তোমার আন্টিকে একটা ফোন দিয়ে নেই দাঁড়াও, কথা বলো আন্টির সাথে, একদিন বাসায় এসে আন্টির সাথে দেখা করে, গল্প করো, ভালো লাগবে”।
আন্টির সাথে ফোনে কথাও হয়েছিলো, যাবোও বাসায় বলেছিলাম কিন্তু আপনিই তো চলে গেলেন, আংকেল।
বাংলা চলচ্চিত্রসহ আমরা সবাই একজন অভিজ্ঞ গুণী শিল্পীকে হারালাম।
ভালো থাকবেন, আংকেল।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা