আমার পাঁচ বোন...
আমি সবার ছোট ভাই...
বোনদের আদর, স্নেহ, ভালোবাসার পূর্ণ রূপ আমি দেখেছি ও পেয়েছি।
এমন সৌভাগ্য ক'জন ভাইয়ের কপালে জোটে আমি জানি না।
মাতৃরূপী আমার বোনদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
জনমে জনমে যেন এমন বোনদের ভাই হতে পারি।
আজ ভাতৃদ্বিতীয়া....ভাই ফোটা....
তোমাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
জন্ম জন্মান্তর তোমরা ভালো থেকো.....
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আরাফাত