এমনকি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে সমালোচনা করবার জন্যও যতটুকু মানসিক উচ্চতা থাকা দরকার, সেটিও আমাদের অনেকের নেই!
ভাব, সাবে মনে হয় একেকজন জ্ঞানের জাহাজ, জ্ঞান বিলিয়ে যাচ্ছেন। এত জ্ঞানে সমৃদ্ধ আমাদের, প্রতিনিয়ত কেন এত মূর্খামির মত জটিলতার মুখোমুখি হতে হয়, কে জানে!
পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ আত্মসমালোচনা করা!
ভাই সকল আগে নিজে পরিশুদ্ধ হয়ে পরে অন্যকে পরিশুদ্ধ করুন। মনে রাখতে হবে চর্চা আগে নিজ ও নিজ পরিবার থেকে শুরু করতে হয়। ঔভার অ্যান্ড আউট
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।
বিডি-প্রতিদিন/শফিক