সারা বাংলাদেশে প্রিয়তমার প্রতিদিন ৪৫০+ টি শো চলছে। এর মধ্যে গতকাল (শুক্রবার) প্রায় ৩৫০ শো হাউজফুল গেছে। এর বাইরে যে পরিমাণ লোক ঢাকার বাইরের হলে দাঁড়িয়ে, টুলে বসে দেখছে তার হিসাব নাই।
মধুমিতা আর মনিহারের এক এক শো অনেক সিনেপ্লেক্সের সারা দিনের ৫টা শো’র সমান।
প্রিয়তমা টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষের সিনেমা।
প্রিয়তমা সাধারণ মানুষের সিনেমা।
প্রিয়তমা আপনাদের ভালোবাসার সিনেমা।
লেখক: চলচ্চিত্র নির্মাতা
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/কালাম