ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গুর প্রভাব বেশী লক্ষ করা যায়। ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তনালিতে প্রদাহের সৃষ্টি হয়। ফলে রক্তনালির ভেতর থেকে তরল পদার্থ রক্তনালির বাইরে লিক করে বেরিয়ে আসে। এ কারণে ত্বকের নিচে রক্ত জমে ত্বক ফুলে ওঠে এবং লালাভ চাকার মতো দেখা যায়।
একই সঙ্গে রক্তে প্লাটিলেট কাউন্ট কমে গিয়ে রক্তক্ষরণের প্রবণতা বেড়ে যায়। প্রচণ্ড হাড় ব্যথার ফলে মনে হয় হাড় ভেঙে গেছে। এই জ্বরে আক্রান্ত শিশুকে ধরলে বা নাড়াচাড়া করলেই শিশু কেঁদে ওঠে, খিটখিটে মেজাজের হয়ে যায়। ডেঙ্গু জ্বর সাধারণত এমনিতেই ৭ দিনের মধ্যে সেরে যায়। এক্ষেত্রে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। এছাড়া ডেঙ্গু জ্বরে প্রচুর পানি পান করতে হবে। প্রয়োজনে শিরাপথে স্যালাইন দিতে হবে। মনে রাখতে হবে প্রতিকার নয় প্রতিরোধই উত্তম।
আর যে কোনো রোগের চিকিৎসা করাতে হবে প্রাথমিক অবস্থা থেকেই।