কিছু রোগ মানুষ বংশগতভাবে বহন করে প্রজন্মের পর প্রজন্ম। জিনের ত্রুটির কারণে এটি হয়ে থাকে। এ ত্রুটি দূরে দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার একদল মার্কিন গবেষক বলেছেন, বংশগত রোগের জন্য দায়ী ত্রুটিযুক্ত জিন ঠিক করার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেয়েছেন তারা।
গত বুধবার এ সংক্রান্ত গবেষণাটি বিশ্বখ্যাত ন্যাচার সাময়িকীতে প্রকাশিত হয়। এতে বলা হয়, মানবভ্রুণে রোগ বহনকারী একটি জিনকে ল্যাবরেটরিতে সফলভাবে সংশোধন করতে পেরেছেন আমেরিকার ওরেগন হেলথ অ্যান্ড সাইন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ওই জিনটি হৃদযন্ত্রে সমস্যার জন্য দায়ী যেটিতে আক্রান্ত হয়ে প্রায়ই কমবয়সী খেলোয়াড়দের মৃত্যুর ঘটনা ঘটে।
বিজ্ঞানীরা জানান, এ পরীক্ষায় প্রমাণিত হয়েছে শুরু দিকেই পদক্ষেপ নিলে বংশগতভাবে বহন করা অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। সূত্র : আল জাজিরার।
ডি প্রতিদিন/৩ আগস্ট, ২০১৭/ফারজানা