এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সম্প্রতি পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে একটি পেশেন্ট ফোরাম আয়োজন করে।
পেশেন্ট ফোরামে সবার উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য দেন, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার; হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক, গীতিকার ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) এর ব্যাবস্থাপনা পরিচালক এফ আর খান; এসিক্স এর কার্যনির্বাহী অংশীদার আফসানা আসিফ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আসরারুল ইসলাম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য এভারকেয়ার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে আমরা প্রদান করছি সকল প্রকারের সেবা।
সম্প্রতি বিশ্ব হার্ট দিবসে এভারকেয়ার হসপিটাল ঢাকা শিশু হৃদরোগ সচেতনতা কর্মসূচী চালু করেছে। এই কর্মসূচির আওতায় শিশুর হৃদরোগ চিকিৎসায় এভারকেয়ার হসপিটাল ঢাকা'র পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুন এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করার উদ্যোগ নিয়েছে হসপিটালটি।
এভারকেয়ারপ্রচলিত স্বাস্থ্যসেবার ধারা পরিবর্তন ও রূপান্তরকরণের মাধ্যমে, ক্রস-কন্টিনেন্টস প্ল্যাটফর্মের সমন্বয়ে তাদের উন্নত ও মানসম্মত মেডিকেল সেবা সরবরাহ করছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া এবং নাইজেরিয়া সহ দক্ষিন এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারজুড়ে তাদের সমন্বিত স্বাস্থ্যসেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এভারকেয়ার।
৩০ টি হাসপাতাল, ১৬টি ক্লিনিক, ৮২টি ডায়াগনস্টিক সেন্টার এবং ২টি ব্রাউনফিল্ড অ্যাসেটস এই প্রতিষ্ঠানের পোর্টফোলিও’র অন্তর্ভুক্ত। এভারকেয়ার হেলথ ফান্ড-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এভারকেয়ার, যা উদীয়মান বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য রাইজ ফান্ডস পরিচালিত স্বাস্থ্যসেবা তহবিল, যা বৈশ্বিক বিকল্প সম্পদ ব্যবস্থাপক টিপিজি’র প্রভাব বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম।
বিস্তারিত জানতে- www.evercaregroup.com
বিডি প্রতিদিন / অন্তরা কবির