রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে ১৮ জুন রাজধানীর উত্তরায় অবস্থিত শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া আয়োজনের মধ্যে দিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, পরিচালক হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালটেন্ট ও করডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কেক কাটিং ও হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য পরিচালকগণ, চিকিৎসকগণ ও ডিপার্টমেন্ট প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময়ে হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশি এর শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন কর্পোরেট মেম্বারগণ ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণসহ এবং জাপানিজ ফুড ফেস্টিভ্যাল, ম্যাজিক শো, গেম শো এর মত নানা আয়োজনে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন