মুসলিমরা এ দেশে থাকতেই পারেন, তবে তাদের বিফ খাওয়া ছাড়তে হবে। কারণ গোরু এখানে ধর্মের প্রতীক। মন্তব্য হরিয়ানার BJP শাসিত সরকারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খাট্টারের এই মন্তব্য প্রকাশিত হওয়ার পরই দেশজুড়ে সমাচনার ঝড় উঠেছে। যদিও রাজ্যের CMO-র তরফে দাবি করা হয়েছে, এই খবর সঠিক নয়। এমন কোনও কথাই বলেননি খাট্টার। তাঁর মুখে কথা বসিয়ে দেওয়া হচ্ছে। CMO একথা দাবি করলেও, খাট্টার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়েছেন। তিনি বলেছেন, মুসলিমদের বিফ ছাড়তেই হবে, এমন কিছু তিনি বলেননি।
শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সাক্ষাত্কার। ৬১ বছরের খাট্টার বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠের কাছে গোরু, গীতা ও সরস্বতী ধর্মের প্রতীক। এখানেই থেমে না থেকে, দাদরির ঘটনা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন খাট্টার। গোটা দেশ যখন দাদরির হত্যাকারীদের নিন্দায় সরব, তখন খাট্টার আক্রান্তদেরই দোষী ঠাওরেছেন। দাদরির ঘটনা ঠিক হয়নি বললেও, খাট্টারের তত্ত্ব, 'দু তরফেরই ভুল হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝি। আক্রান্তরা গোরুকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে মন্তব্য করেছিল। সেই মন্তব্যই আক্রমণকারীদের আবেগে আঘাত হানে।'
দোষীদের শাস্তি হওয়া উচিত একথা বলার পাশাপাশি দোষীদের প্রতি সহানুভূতি দেখাতেও ছাড়েননি খাট্টার। বলেছেন, 'এই ঘটনার প্রেক্ষাপট আমাদের খতিয়ে দেখা উচিত। আমাদের বোঝার চেষ্টা করতে হবে কেন সে এই কাজ করেছে।' দীর্ঘদিন ধরে RSS-এর বশংবদ এই নেতা মুসলিমদের বিফ খাওয়া ছাড়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, 'হতে পারে তাঁরা মুসলিম, কিন্তু এমনটা কোথাও লেখা নেই যে, মুসলিমদের বিফ খেতেই হবে।'
হরিয়ানার মুখ্যমন্ত্রীর সাক্ষাত্কার প্রকাশিত হওয়ার পরই তোলপাড় পড়ে যায় দেশজুড়ে। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে রাজ্যের CMO-র বিশেষ আধিকারিক জওহর যাদব বলেছেন, 'আমাদের মুখ্যমন্ত্রী এরকম কিছু বলেননি। তিনি এটাই বলেছেন যে, আমাদের প্রত্যেককে সম্মান জানাতে হবে...যে সংবাদপত্র এই প্রতিবেদন প্রকাশ করেছে, তারা হরিয়ানার মুখ্যমন্ত্রীর মুখে কথা বসাতে চাইছে।'
গত বছর অক্টোবর মাসে হরিয়ানার মুখ্যমন্ত্রী হন মনোহর লাল খাট্টার। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে RSS-এর বিশেষ অনুগামী খাট্টার রীতিমতো আইন করে তাঁর রাজ্যে বিফ ব্যান করেছেন। আইন ভেঙে কেউ গোরু কাটলে তাঁর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। আর কেউ বিফ খেলে তাঁর ৫ বছর পর্যন্ত জেল হতে পারে বলে আইনে বলা হয়েছে।