সৌদি আরবের পূর্বাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
বিবৃতিতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে কাতিফ শহরের সাইহাত এলাকার শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান আশুরার জন্য ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোঁড়েন এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই ৫ সৌদি নাগরিক নিহত হন। এ সময় পুলিশের গুলিতে ওই হামলাকারী মারা যান বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঘটনাটি এখনও তদন্তাধীন।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৫/মাহবুব