ভারতের অন্ধ্র প্রদেশে বরযাত্রীবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার প্রদেশের প্রকাসম জেলার কান্দুকুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই মিনি ট্রাকের যাত্রী। আহতদের ওঙ্গোলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কান্দুকুর থানার পুলিশ পরিদর্শক লক্ষণ সংবাদমাধ্যমকে জানান, মিনি ট্রাক ও বাসের মুখোমুখ সংঘর্ষে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। সংঘর্ষের পর চালক ও তার সহকারী পলাতক রয়েছে।
মিনি ট্রাকটিতে ৪০ জন যাত্রী ছিলেন জানিয়ে লক্ষণ বলেন, অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৫/মাহবুব