পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সাত সদস্য নিহত হয়েছেন।
সীমান্তের একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় মঙ্গলবার তারা নিহত হন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আন্তঃবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা জঙ্গি সদস্য। তারা চেকপোস্টের কাছে ফ্রন্টিয়ার কর্পসের সদস্যদের লক্ষ্য করে গুলি করলে সাত সদস্য নিহত হন।
অভিযোগ করা হয়েছে, আফগানিস্তান থেকে ওই জঙ্গিরা পাকিস্তান সীমান্ত দিয়ে প্রবেশ করে। তবে এ বিষয়ে আফগান সরকার এখনও কোনো বক্তব্য দেয়নি।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন