শক্তিশালী ভূমিকম্পের পর পাকিস্তানে এখন পর্যন্ত অন্তত ১২টি আফটারশক অনুভূত হয়েছে। এর আগে, গত সোমবার আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ওই ভূকম্পন অনুভূত হয়। ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। খবর দ্য ডনের।
এদিকে, ভূকম্পনের মাত্রা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগ ও পাকিস্তানের ভূতত্ত্ব বিভাগের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.৭ বলা হলেও পরে তা ৭ দশমিক ৫ বলে জানানো হয়। কিন্তু পাকিস্তানের ভূতত্ত্ব বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভূকম্পনটির মাত্র ছিল রিখটার স্কেলে ৮.১।
পিএমডির মুখপাত্র মোহাম্মদ হানিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগ ভূকম্পনের মাত্রা তাদের দেশে বসে নির্ণয় করেছে। আফগানিস্তান বা পাকিস্তানে তাদের কোনো পর্যবেক্ষণে কেন্দ্র নেই। অপরদিকে চিরাট ও চিত্রালের সিসমিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে মাত্রা নির্ণয় করেছে পিএমডি।
তিনি বলেন, পিএমডির পত্তন ও সোয়াতে উন্নত স্টেশনও রয়েছে। পুরো এলাকাই সিসমিক জোনের অন্তর্ভুক্ত, যা পর্যবেক্ষণ করছে পিএমডি।
এর আগে ভারতীয় ভূতত্ত্ব বিভাগের পক্ষ থেকে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৫ বলে জানানো হয়েছিল।
শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত অন্তত ৩৭৫ জন মারা গেছে। এর মধ্যে পাকিস্তানে ২৬০ ও আফগানিস্তানে ১১৫ জন। এ ছাড়া আহত হয়েছে ২ হাজারেরও বেশি লোক।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব