নাবালিকাদের ওপর যৌন নির্যাতনকারীরা পশু। তাদের প্রতি কোনো করুণা নয়। মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এইচ এল দাত্তু ও অমিতাভ রায়ের বেঞ্চ শুনানি চলাকালীন সময়ে একথা বলেন।
২০১০ সালে হিমাচল প্রদেশে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে কুলদীপ কুমার নামে এক ব্যক্তি। সেই মামলায় কুলদীপের ১০ বছরের জেল হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কুলদীপ। শুনানি চলাকালীন বিচারপতি দাত্তু ও রায় বলেন, নাবালিকাদের ওপর যৌন নির্যাতনকারীদের কোনো রকম ক্ষমার যোগ্য নয়।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই বক্তব্যে সাধারণ মানুষ দেশের আইন-কানুনের ওপর আরও বেশি করে আস্থা রাখবেন, এমনটাই মনে করছে আইনজীবী মহল।
সূত্র: ২৪ ঘণ্টা
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব