ভারত শাসিত জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার শীর্ষস্থানীয় জঙ্গি আবু কাসিম। গতকাল বুধবার কাসিমের খোঁজে কুলগামের খান্ডিপোরা গ্রামে যৌথ অভিযান চালায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। শুরু হয় বন্দুকযুদ্ধ। দিবাগত রাত ২টা নাগাদ সেনার গুলিতে প্রাণ হারায় কাসিম।
রাজ্য পুলিশের আইজি সৈয়দ জাভেদ মুজতাবা গিলানি জানান, ‘এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। গত পাঁচ বছর ধরেই এই উপত্যকায় সক্রিয় ছিলেন কাসিম। সমস্ত জঙ্গি হামলার নেপথ্যেই তিনিই ছিলেন। আমরা তাদের আস্তানায় বড় আঘাত দিতে পেরেছি’।
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর মতে গত ৫ আগস্ট উধমপুরে সেনা জওয়ানের কনভয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল পাকিস্তানের বাহাবলপুরের নাগরিক কাসিম (৩০)। ওই হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। সেনার পাল্টা গুলিতে মহম্মদ নোমান নামে এক জঙ্গিরও মৃত্যু হয়। যদিও পালাতে গিয়ে গ্রামের বাসিন্দারা মহম্মদ নাভেদ নামে অন্য এক জঙ্গিকে ধরে ফেলে।
উধমপুর ছাড়াও গত কয়েক বছর ধরেই সেনা জওয়ানদের যে কয়টি হামলা সংগঠিত হয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল কাসিম। ২০১৩ সালের জুন মাসে শ্রীনগরের পাশ্ববর্তী হাইদারপোরাতে সেনা জওয়ানদের ওপর হামলার ঘটনাতেও জড়িত ছিলেন তিনি। ওই হামলায় ৯ জন সেনা প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন ১১ জন। এই কাসিমকে ধরতে ২০ লাখ রুপি আর্থিক পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা