রবিবার বিকেলের পর মাত্র চার ঘণ্টার মধ্যে ছ'বার কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেল অনুযায়ী এর প্রত্যেকটি কম্পনের মাত্রাই ছিল ৫-এর আশেপাশে।
যদিও এর থেকে একটু বেশি কম্পন (রিখটার স্কেলে ৫.৭) ধরা পড়েছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। এই ভূমিকম্পে অবশ্য কোনও হতাহতের খবর নেই। এবং আবহাওয়া দফতর থেকে কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
বিকেল ৪.১২ তে প্রথম কম্পনটি অনুভূত হয় আন্দামান নিকোবরে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৫.২। এর ১১ মিনিট পরেই ফের একবার কেঁপে ওঠে পোর্ট ব্লেয়ার সংলগ্ন অঞ্চল। একেবারে শেষ কম্পনটি অনুভূত হয় রাত সাড়ে দশটা নাগাদ।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ