ফ্রান্সের রাজধানী প্যারিস হামলায় জড়িতরা সবাই মারা গেছে বলে ধারণা করছে দেশটির পুলিশ। তবে সন্দেহভাজন হিসেবে দু'জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) প্যারিস পুলিশ প্রধানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, আক্রমণকারীদের সবাই মারা গেছে। তবে জড়িতদের কোনো সহযোগী ছিল কি-না তা অনুসন্ধান করে দেখছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে প্যারিসের কেন্দ্রস্থলে একটি কনসার্ট হল, একটি রেস্তোরা ও বারসহ অন্তত পাঁচ স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫৩ জনের প্রাণহানি ঘটে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্থানে মোট আটজন হামলাকারী মারা গেছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে দু'জনকে আটক করা হয়েছে।
এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ''এখান থেকে খুব বেশি দূরে নয় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা সবাই নিহত হয়েছেন।''
তিনি আরও বলেন, যারা হামলা চালিয়েছে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/ এস আহমেদ