পাকিস্তান পিপলস পার্টি পিপিপি'র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো রাজনীতি বোঝেন না বলে পাকিস্তান তেহরিক--ই ইনসাফ পিটিআই প্রধান ইমরান খানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পিপিপি। সিন্ধু সফরে ব্যর্থ হয়ে ইমরান প্রলাপ বকছেন বলে পিপিপির প্রতিক্রিয়া।
পিটিআই প্রধান ইমরান খান শুক্রবার সিন্ধু প্রদেশের মাটলি শহরে এক জনসভায় বলেন, 'বিলওয়াল ভুট্টো বয়সে এতটা তরুণ যে, তিনি রাজনীতি বোঝেন না। পিপিপি চেয়ারম্যানকে তিনি 'শিশু' বিলওয়াল বলেও অভিহিত করেন। ইমরান বলেন, 'নানা (জুলফিকার আলী ভুট্টো) কিংবা মায়ের (বেনজির ভুট্টো) নাম ভাঙিয়ে রাজনৈতিক দলের নেতা সাজা যায় না।' আর এর জবাবে ইমরান খানকে 'চাচা' বলে সম্বোধন করেছেন বিলাওয়াল। পিপিপি এক বিবৃতিতে জানায়, চাচা ইমরান খানের জানা উচিত রাজনীতি ও প্রজ্ঞা অর্জনের জন্য বয়স কোনো বিষয় নয়। দেশের জনগণ যোগ্যতার কারণে তাদের নেতাদের বেছে নয়; বয়সের ভিত্তিতে নয়। বয়স শুধু অবসর গ্রহণের তারিখ নির্ধারণ করে দিতে পারে এবং 'চাচা' ইমরান খানের অবসর গ্রহণের বয়সও পার হয়ে গেছে।'
বক্তব্য দেয়ার ক্ষেত্রে ইমরান খান সব ধরনের নীতি নৈতিকতার সীমা লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ