ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলায় 'সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িতে' বেশকিছু একে-৪৭ (স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র) রাইফেল পেয়েছে স্থানীয় পুলিশ। প্যারিস হামলার তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে প্যারিসের উপকণ্ঠ মনট্রিউইলে সন্দেহভাজন গাড়িটি চিহ্নিত করার পর তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ওই হামলার পর মন্ট্রিউইলে একটি সন্দেহভাজন গাড়ির খবর দেন স্থানীয়রা। পরে সেটিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু একে-৪৭ রাইফেল পাওয়া যায়।
স্থানীয়রা মনে করছেন, সন্ত্রাসীরা এ গাড়িটি ব্যবহার করে রুয়ো ফন্তেইন-অউ-রই ক্যাফে ও রু দ্য সারোন রেস্টুরেন্টে হামলা চালিয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ