সিরিয়ার জিহাদি গোষ্ঠী আইএস'র নিয়ন্ত্রিত রাক্কা শহরের দুটি স্থাপনায় গতরাতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২ দিন পর এই হামলা চালায় দেশটি।
প্যারিসে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস। এ ঘটনায় ১২৯ জনের প্রাণহানি হয়। প্যারিসে হামলার প্রেক্ষিতেই ফ্রান্স অাইএস'র বিরুদ্ধে এ যাবৎ কালের সবচেয়ে বড় বিমান হামলা চালায়। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, জর্ডান ও আরব আমিরাত থেকে পরিচালিত এই বিমান হামলায় ফ্রান্সের ১০টি যুদ্ধবিমান অংশ নেয়। প্রায় একই সময়ে সিরিয়ায় আইএস'র স্থাপনা লক্ষ্য করে এসব বিমান থেকে ২০টির মতো বোমা নিক্ষেপ করা হয়।
যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয়। হামলায় মূলত আইএসের একটি কমান্ড সেন্টার, জিহাদি নিয়োগ কেন্দ্র ও তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করা হয়। খবর রয়টার্সের
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ