ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বন্ধ হয়ে যাওয়া বিশ্বখ্যাত আইফেল টাওয়ার খুলে দেওয়া হয়েছে। তবে টাওয়ার ঘিরে কড়া নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার। এ সময় ফরাসি পতাকার রঙ নীল, সাদা ও লাল আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে এ স্থাপনা।
এর আগে ১৩ নভেম্বর প্যারিস হামলার ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) এক আদেশে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়ামসহ দেশের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ