মালির রাজধানী বামাকোর একটি পাঁচতারকা হোটেলে হামলা করেছে বন্দুকধারীরা। বন্দুকধারীরা রেডিসন ব্লু নামে ওই হোটেলটিতে অবস্থানকারী ১৭০ জনকে ব্যক্তিকে জিম্মি করে রেখেছে। এদের মধ্যে ১৪০ জন হোটেলটির ক্লায়েন্ট ও ৩০ জন স্টাফ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। খবর রয়টার্সের
হোটেলটির পরিচালনাকারী দ্য রেজিডর হোটেল গ্রুপ এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, ২ জন বন্দুকধারী আজ খুব ভোরের দিকে ওই হোটেলটিতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছেন। সেখানে এখনো গোলাগুলি ঘটছে।
এ ঘটনায় হতাহতের সঠিক কোনো পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ