নিউজিল্যান্ডে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন ব্রিটেন ও দু’জন অস্ট্রেলিয়ান পর্যটক। দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর দিয়েছে।
স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় হিমবাহ দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কোনো কারণ জানা যায়নি। পর্যটকদের জন্য ওই অঞ্চলটি আকর্ষণীয়।
খবরে বলা হয়েছে, উদ্ধারকারী একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়েছে। তবে কাউকে জীবিত পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ শুরু করা যায়নি। তবে রবিবার উদ্ধার অভিযান শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন