বোমা হামলার হুমকিতে ২৫৬ জন যাত্রী নিয়ে তুরস্কের এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কানাডায় জরুরি অবতরণ করেছে। বিমানটি নিউইযর্ক থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল। সতকর্তার প্রেক্ষিতে বিমানটি পূর্বাঞ্চলীয় কানাডার হ্যালিফ্যাক্স অান্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানটিতে তল্লাশি করে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। কানাডার পুলিশ একথা নিশ্চিত করেছে। বিমানটি ফের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করার কথা রয়েছে। খবর বিবিসির
প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার বিদ্যমান উত্তেজনার এক সপ্তাহ পরই এ ঘটনা ঘটলো। গত ১৩ নভেম্বর প্যারিসে হামলার ঘটনায় ১৩০ জনের প্রাণহানি হয়।
গত মঙ্গলবার এয়ার ফ্রান্সের দুটি বিমান বোমা হামলার হুমকিতে জরুরি অবতরণ করেছির। বিমান দুটি যুক্তরাষ্ট্র থেকে প্যারিসের উদ্দেশ্যে যাচ্ছিল।
তুর্কি এয়ারলাইন্সের বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরই বোমা হামলার হুমকি পায়। পরে স্থানীয় সময় ১২টা ৫৩ মিনিটে এটি হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এরপর বিমানটির যাত্রী ও ক্রুদেরকে বিমানবন্দরের টার্মিনালে সরিয়ে নেয়া হয়। পরে পুলিশ সদস্যরা বিমানটির ভেতর ও এর মধ্যে থাকা লাগেজ তল্লাশি করে। এতে বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ