রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'আগুন নিয়ে না খেলার' আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত ২৪ নভেম্বর তুরস্ক ক্ষেপণাস্ত্র দিয়ে সিরিয়ায় রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ ভূপাতিত করার প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পুতিনকে এ হুশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট। গতকাল তুরস্কের আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে একথা বলেন এরদোগান। খবর রয়টার্সের
সমাবেশে এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেয়ার জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করেন। এছাড়া, সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার জন্যও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, 'রাশিয়ার এই নীতিই প্রমাণ করছে তারা 'আগুন নিয়ে খেলছে'।
এরদোগান আরো বলেন, 'আমরা আন্তরিকভাবে পরামর্শ দিচ্ছি রাশিয়া যেন আগুন নিয়ে না খেলে।' সেইসঙ্গে তিনি রুশ বিমান ভূপাতিত করার প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে আংকারার সম্পর্ক খারাপ হোক তা চান না বলেও জানান। দু'দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনা প্রশমনে ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনের অবকাশে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান বলেও জানান।
গত ২৪ নভেম্বর রুশ ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। এতে বিমানটির দুই পাইলট-ই প্যারাসুট দিয়ে বিমানটি থেকে নিরাপদে বের হতে পারলেও ভূমি থেকে তুর্কমেন বিদ্রোহীদের গুলিতে একজনের মৃত্যু হয়। আর অপর পাইলটকে রুশ ও সিরিয়ার সেনা সদস্যরা জীবিত উদ্ধার করে। এ ঘটনায় দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া ইতোমধ্যে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উপকূলবর্তী লাতাকিয়াস্থ তাদের 'মেইমেম' বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্রবিরোধী অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সেইসঙ্গে সিরিয়ার ভূমধ্যসাগরের উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোরও নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/শরীফ