যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে গোলাগুলিতে তিনজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার) এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।
পুলিশ জানিয়েছে, গর্ভপাতের সঙ্গে জড়িত ক্লিনিকটির ভেতরে এক বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনায় তিনজন নিহত হয়েছে।
কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সুথারস জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক নাগরিক। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
কয়েক ঘন্টা গুলি বিনিময়ের পর আক্রমণকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্লিনিক সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/এস আহমেদ