বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তি বা সমঝোতায় পৌঁছার লক্ষ্যে আজ থেকে প্যারিসে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক একটি শীর্ষ সম্মেলন। 'প্যারিস সিওপি ২১' নামে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে জাতিসংঘের ১৯৫টি দেশের প্রতিনিধিসহ বিশ্বের প্রায় ১৪৭টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে যোগদানকারী শীর্ষ নেতাদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের অন্যান্য শিল্পেন্নত দেশগুলোর নেতারা।
বিশ্বের জলবায়ু পরিবর্তনে যে দেশগুলো বড় ভূমিকা রাখছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া, জাপান। তাই বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ ও পৃথিবীকে চূড়ান্ত ধ্বংসের হাত থেকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই এই দেশগুলোর মধ্যে একটি আইনি বাধ্যতাবাধকতামূলক গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে আশা করা হচ্ছে। তবে এ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতার কোনো চুক্তিতে পৌঁছানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে তীব্র মতভেদ রয়েছে। প্যারিস সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছা সম্ভব না হলে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বিপাকে পড়া দেশগুলো আরো সংকটের মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।
চলতি মাসের ১৩ তারিখে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের সহযোগিতায় প্যারিস এ সম্মেলন অায়োজন করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিসে পৌঁছেই ওই হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সম্মেলনের সময় কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঠেকাতে ইতোমধ্যে প্যারিসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ