তাজমহল হিন্দু মন্দির ছিল সরকার এ রকম কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা।
তাজমহলকে শিব মন্দির করার দাবিতে মামলা করার পর গতকাল সোমবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় তিনি এ কথা জানান।
তাজমহলকে হিন্দু মন্দির ঘোষণা এবং সেখানে হিন্দুদের পূজা করার অনুমতি দেয়ার দাবিতে আগ্রা আদালতে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গত ২৫ মার্চ আগ্রা সিটি সিভিল কোর্টে বিশ্বখ্যাত স্মৃতিসৌধ তাজমহলকে ‘শিব মন্দির’ বলে দাবি করে আরএসএসপন্থী ৬ জন আইনজীবী মামলা দায়ের করেন।
মামলার বাদী হরিশঙ্কর জৈনসহ অন্য আইনজীবীদের দাবি, ‘আগ্রায় ভগবান অগ্রেশ্বর মহাদেব নগ্নাথেশ্বর বাস করতেন। এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাই ‘ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ’ বিভাগের হাত থেকে তাদের হাতে দিতে হবে।’
মামলার ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে তাজমহলকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছে আসছিল দেশটির পর্যটন সংস্থাগুলো। তাদের দাবি, ‘সারা ভারতের সব চেয়ে বড় আকর্ষণ তাজমহল। একে বিতর্কিত করা উচিত নয়। তাজমহলকে যদি বাবরী মসজিদের মত বিতর্কিত করে তোলা হয়, তাহলে পর্যটনে এর ক্ষতিকর প্রভাব পড়বে।’
তবে মহেশ শর্মা বলেছেন, ‘আদালতে আবেদনের বিষয়ে সরকার অবগত রয়েছে। এ নিয়ে বিতর্কের কারণে তাজমহল দেখতে আসা পর্যটকের সংখ্যা কমেনি এবং পর্যটনেও এর কোনো প্রভাব পড়েনি।’
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব