জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস নির্মূল করতে এবার সিরিয়ায় সামরিক অভিযান চালাবে যুক্তরাজ্য। সিরিয়ায় আইএস-এর ঘাঁটিগুলো ধ্বংস করতে বিমান হামলার সায় দিয়েছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।
সভায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সিরিয়া নিয়ে আলোচনা করেন প্রায় ২০ জন মন্ত্রী। সূত্রের খবর, আজ বুধবারও মন্ত্রিসভায় সিরিয়া নিয়ে বিতর্ক হবে। মঙ্গলবার সভার শুরুতেই আইএস আক্রমণের প্রস্তাবের সমর্থনে হাউস অব কমন্সের সদস্যদের কাছে আবেদন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আইএস-এর বিরুদ্ধে লড়াইতে সিরিয়ায় ‘বৃহত্তর রাজনৈতিক কৌশল’ অবলম্বন লক্ষ্যেই এগোতে হবে জানান তিনি।
ক্যামেরন বলেন, “সিরিয়া ও ইরাকে আইএস-এর বিরুদ্ধে অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে এ দিন আলোচনা হয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক দিকগুলো রক্ষা করে সিরিয়ায় শান্তি আনতে হবে। পাশাপাশি, আমাদের জাতীয় স্বার্থ বজায় রেখে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।”
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব