পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে জঙ্গি হামালায় ১৫০ জনের বেশি নিহতের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির একটি কারা কর্তৃপক্ষ। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
খবরে বলা হয়, বুধবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কোহাট শহরের কারাগারে তাদের ফাঁসি দেয়া হয়। এর আগে, সামরিক আদালতে অভিযুক্তদের বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
মৃ্ত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন- মৌলভী আব্দুস সালাম, হযরত আলী, মুজিবুর রহমান ও ছাবিল। ওই হামলার বর্ষপূতির দুই সপ্তাহ আগে তাদের ফাঁসি কার্যকর করা হলো।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি সামরিক স্কুলে ওই হামালা চালায় তালেবান জঙ্গিরা। এতে নিহত হয় ১৫০ জনের বেশি মানুষ। যাদের অধিকাংশ ছিল শিশু।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব