সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার সম্পূর্ণ বন্ধের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ভারতের নয়াদিল্লিতে বিএসএফের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সালাম গ্রহণ করে এ নির্দেশ দেন তিনি।
রাজনাথ সিং বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান বন্ধে আপনারা (বিএসএফ) যে অবদান রেখেছেন তার জন্য পুরো ভারতে আপনাদের সম্মান বেড়ে গেল। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সীমান্তপথে গরু চোরাচালান ৭০ শতাংশ কমে গেছে। আমি আশা করি, এভাবে চলতে থাকলে বিএসএফ গরু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে পারবে।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন