জাপান উপকূলে ভাসছে নাম-পরিচয়হীন বেশকিছু ভুতুড়ে জাহাজ। এসব জাহাজে নেই কোন ক্রু, নেই কোন দেশের পতাকা। তবে বেশ কয়েকটি জাহাজে পাওয়া গেছে পঁচনধরা লাশ। জাহাজগুলো নিয়ে রহস্য রহস্য ঘনীভূত হচ্ছে।
জানা গেছে, গত দুই মাসে জাপানের পশ্চিম উপকূলে কমপক্ষে ১৩টি কাঠের জাহাজ ভাসতে দেখা গেছে। এসব জাহাজে পঁচনধরা ২০টি লাশ পাওয়া গেছে।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, গত বছর এ ধরনের পরিচয়হীন ৬৫টি জাহাজ ভেসে আসে। কিন্তু এবার কাছাকাছি সময়ে এতগুলো জাহাজ ভেসে আসা আগের চেয়ে অনুপাতিক হারে বেশি।
তারা বলছে, এসব ভুতুড়ে জাহাজ উত্তর কোরিয়ার মাছধরা জাহাজ হতে পারে। এখন মাছ ধরার মৌসুম। একটি জাহাজে কোরীয় চিহ্ন রয়েছে, যা থেকে বোঝা যায় এটি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত জাহাজ। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মৎস্য শিকারে ব্যাপকভাবে নিয়োজিত।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ