নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্ন প্রদেশে শুক্রবার দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। এ হামলার জন্য দেশটির সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়েছে।
শনিবার (০৫ ডিসেম্বর) দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
বর্ন প্রদেশের মাইদুগুরি শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে বিউ জেলার স্যাবন গারি গ্রামে দুই আত্মাঘাতী বোমারু বোমা বিস্ফোরণ ঘটালে দুই বেসামরিক নিরাপত্তা রক্ষী নিহত হন। এতে আহত হয়েছেন চারজন।
অপরদিকে, এক তরুণ বোমারু মোটরসাইকেল চালিয়ে এসে কিমা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটালে একব্যক্তি নিহত হন ও আহত হয়েছেন অন্য দুইজন।
দেশটির বিউ জেলায় গত ছয় বছরে বোকো হারামের আত্মঘাতী বোমা হামলাসহ বিভিন্ন হামলার ঘটনায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২১ লাখ জনগণ।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ