সিরিয়ায় রুশ অভিযানে চলতি সপ্তাহেই বেশ কয়েকজন সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। গত মাসের ২৬ তারিখ থেকে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত সিরিয়ায় ৪৩১টি অভিযান চালিয়েছে রুশ বিমান। এ সময়ে ১৪৫৮টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর হামলা করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
তিনি বলেন, 'লাতাকিয়া প্রদেশের খামেইমিম বিমান ঘাঁটি থেকে আলেপ্পো, ইদলিব, লাতাকিয়া, হামা, হোমস, দেইর আজ-জোহর এবং রাক্কা প্রদেশে এসব অভিযান চালানো হয়েছে।'
জেনারেল কোনাশেঙ্কোভ আরো বলেন, বড় এক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা আবু আবদুসহ বেশ কয়েকজন ফিল্ড কমান্ডার লাতাকিয়া প্রদেশে নিহত হয়েছে। এ ছাড়া, চলতি সপ্তাহে হামা প্রদেশের আল-লাতামনা গ্রামের কাছে কয়েকজন সন্ত্রাসী নেতা নিহত হয়েছে।'
তিনি আরো বলেন, রুশ বিমান হামলায় গত সাত দিনে ১৭০টি তেলবাহী ট্যাংকার, ৮টি তেলক্ষেত্র এবং ১২টি তেল পাম্প ধ্বংস হয়েছে।
তিনিআরো জানান, তুর্কি-সিরিয়া সীমান্তের যেসব এলাকায় আইএস তেল উৎপাদন করে এবং তেল চোরাচালানের প্রধান পথের কাছেই মার্কিন নেতৃত্বাধীন তথাকথিত জোট ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর ২০১৫/শরীফ