ভারতের পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ ৮ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন। 'হার্ট অব এশিয়া সিকিউরিটি কনফারেন্স' নামে একটি সম্মেলনে যোগ দিতেই মূলত তার এ সফর। সম্মেলনের এক ফাঁকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পররাষ্টবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের শীর্ষ সরকারি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া সুষমার সফরের কথা নিশ্চিত করেছে।
চলতি বছরের জুলাইয়ে রাশিয়ার উফা শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর সুষমা স্বরাজের ইসলামাবাদ সফরের মধ্য দিয়ে এই প্রথম দেশ দুটির মধ্যে বড় ধরনের কোনো যোগাযোগ ঘটতে যাচ্ছে।
২৪ ঘণ্টার কম সময়ের এই সফর শেষে সুষমা পরদিন সন্ধ্যায়-ই ভারত ফিরবেন।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর ২০১৫/শরীফ