পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট কেনার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে মিশর। পাকিস্তানের প্রতিরক্ষা পণ্য উৎপাদনবিষয়ক মন্ত্রী রানা তানভীর হোসেইন সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত শেরিফ শাহীনের সঙ্গে এক সাক্ষাতে অস্ত্র বিক্রির কথা তুললে এ অাগ্রহ প্রকাশ করে দেশটি। ডন তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিআই'র
পাকিস্তান চীনের সহায়তায় জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট তৈরি করে। যুদ্ধের সময় এটি বহুমাত্রিক ভূমিকা পালন করতে সক্ষম।
মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় শুধু জেএফ-১৭ নয়, 'সুপার মাশক' নামে এক ধরনের প্রশিক্ষণ বিমান বিক্রির প্রস্তাবও দেন পাকিস্তানের ওই মন্ত্রী। জবাবে মিশরের রাষ্ট্রদূত শুধু জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেন। সেইসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে মিশর সহযোগিতা জোরদার করতে চায় বলেও জানান রাষ্ট্রদূত শাহীন।
বিডি-প্রতিদিন/ ৫ ডিসেম্বর ২০১৫/শরীফ