অাসামে শনিবার বিকেলে গুয়াহাটির ব্যস্ততম ফ্যান্সি বাজারে পরপর দুইটি বোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসামের ব্যবসায়িক হাব খ্যাত এই ফ্যান্সি মার্কেটে মূলত হিন্দি ভাষা-ভাষীর মানুষরাই ব্যবসা চালান। পুলিশের ধারণা মার্কেটের ভিতরে অবস্থিত একটি মন্দিরের পাশে আবর্জনার মধ্যে বিস্ফোরকটি ছিল। বিস্ফোরণের পর আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
গুয়াহাটির পুলিশ কমিশনার মুকেশ আগরওয়াল এই বিস্ফোরণের কথা স্বীকার করে জানান উত্তরপূর্বের কট্টরপন্থী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (আলফা)-এর বিক্ষুব্ধরা এই হামলার পিছনে থাকতে পারে। সরকার এবং উলফার মধ্যে যে শান্তি বৈঠক চলছে তা ভেস্তে দিতেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারনা পুলিশ কমিশনারের।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা