ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আরও কয়েকটি বড় শহরে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা হামলার ছক চালাচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। কয়েকদিন আগেই এই হামলার ব্যাপারে দিল্লি পুলিশকে সতর্ক করে দেশটির গোয়েন্দা বিভাগ। শনিবারই হামলার চক্রান্তের ছকটি প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, গত ১ ডিসেম্বর দিল্লির লোধি কলোনি থানায় একটি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশের জঙ্গি দমন শাখা। ওই এফআইআর-এ দুযানা এবং উকাশা (কোড নেম) নামে এলইটি-এর দুই সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে ওই দুই জঙ্গি। তারাই দিল্লিতে হামলা ছক কষছে।
শুধু তাই নয়, তারা নিজেরা কিংবা অন্য জঙ্গিদের সাহায্য নিয়ে আত্মঘাতী হামলা চালানোর জন্য দিল্লির বেশ কয়েকটি জায়গাকেও বেছে নিয়েছে বলে খবর। দুযানা এবং উকাশাকে সাহায্য করার জন্য নুমান, জাইদ ও খুরশিদ (কোড নেম) নামের তিন জঙ্গির সঙ্গেও দিল্লিতে হামলার ছক তৈরি করতে লস্কর কমান্ডারা নিয়মিত যোগাযোগ রাখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দিল্লির পুলিশের অপরাধ দমন শাখার কাছে এই হামলার খবর আসার পর পরই তদন্তে নামে কেন্দ্রীয গোয়েন্দা সংস্থা। এলইটি-এর ওই দুই জঙ্গির খোঁজে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে গোয়েন্দারা। হামলার ছক ভেস্তে দিতে এবং জঙ্গিদের খোঁজে প্রযুক্তিগত নজরদারিরও সাহায্য নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব