দক্ষিণ ভারত মহাসাগরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। সমুদ্র গর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে কম্পনের উৎস ছিল বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস।
উত্তর-পূর্ব হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ-এই দুই দ্বীপে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় এ কম্পন অনুভূত হয়। অস্ট্রেলিয়ার পার্থ থেকে হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপের দুরত্ব প্রায় ১ হাজার কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিকদের মতে এখনও পর্যন্ত কোন রকম প্রাকৃতিক বিপর্যয়, ভায়াবহ সুনামির মত কোন আশঙ্কা নেই। একই মত অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিকদের। তাঁদের মতে, এখনই অস্ট্রেলিয়াতে সুনামি হওয়ার মত পরিস্থিতি হয়নি।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব