যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায় আইএসসহ অন্য সব সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সেইসঙ্গে ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবেও আখ্যায়িত করেছেন ওবামা। স্থানীয় সময় রবিবার রাতে [বাংলাদেশ সময় আজ সকালে] জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। খবর এএফপির
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বারাক ওবামার ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রসারিত হয়। এটা ছিল ওবামার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশনে প্রচারিত তৃতীয় ভাষণ।
চার দিন আগে সংঘটিত ক্যালিফোর্নিয়ার সন্ত্রাসী হামলায় ১৪ জনের প্রাণহানি হয়। পাকিস্তানী বংশোদ্ভূত এক দম্পতি এ হামলা চালায়। ঘটনার চারদিন পর দেয়া ভাষণে ওবামা এর প্রসঙ্গ টেনে বলেন, 'তারা [ওই দম্পতি] অ্যাসল্ট অস্ত্র, রসদ ও পাইপ বোমা মজুদ করেছিল। তাই এটা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।'
আইএসকে যুক্তরাষ্ট্রের জন্য হু্মকি বলে আখ্যায়িত করে এ জঙ্গিগোষ্ঠীর সদস্যদেরকে 'দুর্বৃত্ত ও খুনী' হিসেবে অভিহিত করেন।
সন্ত্রাসবাদের হুমকিকে পরাজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ওবামা ভাষণে আরো বলেন, ' এ হুমকি বাস্তব তবে আমরা তা পরাভূত করবো।'
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ