ইরানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে তিন সপ্তাহে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি জানিয়েছেন, কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন।
সোয়াইন ফ্লু দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লু ধরা পড়ে। এরপর দ্রুত এর ভাইরাস বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে মানুষের শরীরে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা, আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি উপগর্স দেখা দেয়।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ