ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কোন্নয়নের আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে দেশ দুটির মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে পরিপক্কতা ও আত্মবিশ্বাস প্রদর্শনের এখনই সঠিক সময় বলে জানিয়েছেন সুষমা। আফগানিস্তানের রাজধানী কাবুলে 'হার্ট অব এশিয়া' শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর পিটিআই'র
কোনো নামে বা কোনো রূপেই যেনো সন্ত্রাসবাদ ও উগ্রবাদ কোথায় 'অভয়ারণ্য ও নিরাপদ স্বর্গ' গড়ে তুলতে না পারে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান সুষমা স্বরাজ। তিনি বলেন, 'এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের প্রতিও আমাদের বন্ধুত্বের হাত বাড়াতে দিন। একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যথাযথ আচরণ ও আত্মবিশ্বাস প্রদর্শনের এখনই সঠিক সময়। পুরো বিশ্ব পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। আমরা তাদেরকে যেন হতাশ না করি।'
ভারতের পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ ৮ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যান। 'হার্ট অব এশিয়া সিকিউরিটি কনফারেন্স' নামে একটি সম্মেলনে যোগ দিতেই দেশটি সফর করেন। গতকাল সম্মেলনের এক ফাঁকে তিনি পাকিস্তানের পররাষ্টবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি 'হার্ট অব এশিয়া' মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আফগানিস্তান যান।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ