যুক্তরাষ্ট্রের নামীদামী সাময়িকী টাইম ম্যাগাজিনের চোখে ২০১৫ সালের সেরা ব্যক্তিত্ব জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ শরণার্থী সমস্যা ও গ্রীসের ঋণ সংকটের সঠিক সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তাকে এ বছর সেরা ব্যক্তিত্ব ঘোষণা করো হলো। সাময়িকীটির কর্তৃপক্ষ এ কথা উল্লেখ করেছে।
টাইম ম্যাগাজিনের ২০১৫ সালের 'পারসন অব দ্য ইয়ার'এ রানার-আপ হয়েছেন আইএস'র নেতা আবু বকর আল বাগদাদি। তৃতীয় হয়েছেন ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
গত বছর ম্যাগাজিনটির সেরা ব্যক্তিত্ব হয়েছিলেন পশ্চিম অাফ্রিকার প্রাণঘাতি ইবোলা ভাইরাসের চিকিৎসকরা। এর আগে ম্যাগাজিনটির চোখে সেরা ব্যক্তিত্বদের মধ্যে কয়েকজন হচ্ছেন এডলফ হিটলার, জোসেফ স্টালিন, মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল ও রিচার্ড নিক্সন। খবর : বিবিসির
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ