ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ সরুপ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের তরফ থেকে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের বার্তা নিয়ে গেছেন।
এসময় স্বরাজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সার্তাজ আজিজের সাথেও সাক্ষাৎ করেন। স্বরাজ এশিয়া সম্মেলনে বলেন, এখন সময় হয়েছে যে দুই দেশ ব্যবসা এবং আঞ্চলিক আদানপ্রদানে পরস্পরের প্রতি চিন্তাশীল এবং যথাযথ আচরণ করবে।
স্বরাজ এই আলোচনায় ভারত থেকে আফগানিস্তানে বাণিজ্যিক আদান প্রদানের জন্য পাকিস্তানের সীমানা ব্যবহারের জন্যও জোর দেন। তিনি আরো বলেন ভারতের তরফ থেকে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যা যা করণীয় তার সবই আমরা করতে প্রস্তুত কিন্তু আজকে অন্তত আমরা শান্ত প্রতিবেশীর পরিচয় দিতে আফগানিস্তানকে সাহায্যের জন্য একটা সমাধানে যাই।
গত তিন বছরে এই প্রথম একজন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করলেন এবং এর পেছনে কিছুদিন আগে প্যারিসের জলবায়ু সম্মেলনে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ একটি ভুমিকা হিসেবে কাজ করেছিল।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন