গণতন্ত্র কারও খেয়াল-খুশি মতো চলতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা মামলা ইস্যুতে বিরোধীদের হট্টগোলে গত দুইদিন সংসদের কাজকর্ম যেভাবে ব্যাঘাত ঘটছে তাতে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনা খুবই দু:খজনক। আমার যা ইচ্ছা তাই করবো, আমার যা মনে আসবে তাই করবো- এভাবে দেশ চলতে পারে না’।
বৃহস্পতিবার নয়াদিল্লির জাগরণ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘গণতন্ত্রকে শুধুমাত্র নির্বাচন ও সরকারের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। সাধারণ মানুষের যোগদানেই গণতন্ত্র মজবুত হয়। আর এখানেই সবচেয়ে বড় বিপদ হল মনতন্ত্র (নিজের খেয়াল-খুশি মতো চলা) এবং ধনতন্ত্র (অর্থবল)।
মোদি বলেন, ‘আপনারা লক্ষ্য করে থাকবেন যে বর্তমানে সংসদ ভুন্ডুলের মতো ঘটনা বেশি বেশি করে ঘটছে। সবটাই নিজের ইচ্ছে মতো হচ্ছে। আমার মনে যা আসবে আমি তাই করবো। এভাবে কি একটা দেশ চলতে পারে? নিজের ইচ্ছায় দেশ চলতে পারে না, দেশ চলে সাধারণ মানুষের যোগদানেই। গণতন্ত্র নিজের খেয়ালখুশি মতো চলতে পারে না। আপনি অনেক কিছুই ভাবতে পারেন কিন্তু কোন প্রক্রিয়া, কাজকর্ম এভাবে চলতে পারে না’।
তিনি বলেন, সংসদের অচলাবস্থার কারণে শুধু যে পণ্য ও পরিষেবা কর(জিএসটি) বিল আটকে পড়েছে তাই নয়, গরীব মানুষরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটা খুবই দু:খের বিষয়’।
সংসদের কাজকর্ম ঠিকভাবে চালাতে বিরোধীদের কাছে প্রধানমন্ত্রীর আবেদনও জানান। তিনি বলেন, ‘সংসদ চালাতে সরকারের তরফে আমরা আর্জি জানাচ্ছি। আলোচনা, বিতর্ক কিংবা সংলাপের জন্য সংসদের চেয়ে বড় আর কোন মঞ্চ হয় না। কিন্তু এই প্রতিষ্ঠানকে আমরা যদি অবহেলা করি তবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য’।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব