ইরাক ও সিরিয়ায় তৎপর জিহাদি গোষ্ঠী আইএস বা দায়েশকে ইসরায়েল বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিচ্ছে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সফরে যাওয়ার কর্মসূচি বাতিলের আগ মুহূর্তে 'মর্নিং জ্যো'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, 'আমাদের কিছু কথিত মিত্র দেশ যাদের সঙ্গে আমরা কাজ করছি এবং যাদের সেনাবাহিনীকে আমরা হৃষ্টপুষ্ট করার পাশাপাশি তাদেরকে সুরক্ষা দিচ্ছি তারাই আইএসসহ আল-কায়েদা এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছে। কাদের ব্যাপারে তিনি একথা বলছেন, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'তাদের ব্যাপারে কী আমাকে খোলাসা করে বলতে হবে? আপনারা জানেন এরা কারা।'
তিনি আরো বলেন, 'ইসরায়েলিদের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণে দায়েশকে সমর্থনকারী যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নাম তিনি উল্লেখ করবেন না। তিনি আরো বলেন, 'দায়েশের প্রতি ইসরায়েল এবং অন্যান্য দেশের সহায়তা দেয়ার ব্যাপারে সবাই অবগত থাকলেও কেউ ইসরায়েল নিয়ে কথা বলে না।' কোটিপতি মার্কিন এই ব্যবসায়ী বলেন, 'মার্কিন সরকার এ ব্যাপারে অবগত আছে। অতীত রেকর্ড যাচাই করলে তার এই দাবি সত্য প্রমাণিত হবে বলে ট্রাম্প দাবি করেন।'
গত বৃহস্পতিবার ট্রাম্প তার পূর্ব নির্ধারিত ইসরায়েল সফর বাতিলের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোনো এক সময় ইসরায়েল সফরে যাবেন বলে তিনি উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ